জনপদ ডেস্ক: রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকা অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পাচঁ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আটক মাদক বিক্রেতারা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. আবু সাঈদ মিয়া, মো. শাহজাহান আলী, মাহমুদুল হক ও মো. সাইফুল ইসলাম।
শুক্রবার (৪ জুন) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, পল্টনের জিপিওয়ের সামনে মাদকদ্রব্য বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুন) দিনগত রাত পৌনে ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন, আবু সাঈদ, শাহজাহান আলীকে আটক করা হয়।
তিনি বলেন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় রাত সাড়ে ১১ টার দিকে আরেক অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হক ও মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।