নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে মনন কান্তি দাস কে সভাপতি ও মোঃ ইমরান হোসেন কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। একই সাথে বগুরা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে আতিকুর রহমান আসিফ কে সভাপতি ও মোফাজ্জল হোসাইন রনি কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও রামেক ছাত্রলীগের নতুন কমিটিতে আয়উব আলীকে সহ-সভাপতি মোঃ মুমিনুল হক জয় কে যুগ্ম- সাধারণ সম্পাদক ও আহমেদ তাজওয়ার কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অন্যদিকে বগুরা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের অনিক কুমার কুন্ডু, নাঈম মাহমুদ নিশাদ, রাব্বী হোসেনকে সহ-সভাপতি, মেহেদী হাসান, আব্দুল হাকিমকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও রোবায়েদ মাহমুদ রাজন, মোরশেদ রাব্বীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।